রাবি টুডেঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হবিবুর রহমান হলের সামনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। আজ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম হিমেল। তিনি গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলা বিভাগের ছাত্র বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের শহীদ হাবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেন চারুকলা অনুষদের শিক্ষার্থী মনমোহন বাপ্পা বলেন, প্রায় রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি গাড়ির ধাক্কায় আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
এদিকে, বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা একটি ট্রাকে ও চার বাসে আগুন ধরিয়ে দেয়।
বিস্তারিত আসছে…