রাতে মাঠে নামছে জিদানের শিষ্যরা

খেলাধুলা টুডেঃ  দীর্ঘ তিন মাস করোনা বিরতির পর মাঠে নামছে জিদানের শিষ্যরা। স্প্যানিশ লিগে রাত সাড়ে ১১টায় নামছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের প্রতিপক্ষ লসব্ল্যাঙ্কোদের এইবার।

রিয়ালের ঘরের মাঠে ম্যাচ, তাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে জিনেদিন জিদানের দল। বার্সার সাথে রিয়ালের পয়েন্ট ব্যবধান ৫।

দীর্ঘ বিরতির আগে ছন্দে না থাকা দলটার জন্য দুশ্চিন্তার। লিগ বন্ধ হবার আগে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল মাদ্রিদ জায়ান্টরা। দলে ফিরছেন মার্কো অ্যাসেনসিও এবং এডেন হ্যাজার্ড।

শেষ ৬ ম্যাচে মাত্র ২ জয় জিদানের শিষ্যদের। তবে টেবিলের ১৬তম দলের বিপক্ষে বার্নাব্যুতে জয় পেতে খুব একটা কষ্ট হবার কথা না লসব্ল্যাঙ্কোদের।

Scroll to Top