ক্যাম্পাস টুডে ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. সমীর রায়।প্রভাষক ডা. সমীর রায় খুলনা মেডিকেল কলেজের কে-২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম ।
রাবিতে ভর্তি পরীক্ষায় তিনি রোল ৮৪৬৪৮-এর পরীক্ষার্থী মোহাম্মদ রাহাত আমীন রিয়াদের পরিবর্তে শেখ রাসেল মডেল স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।