রাবির ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করলো বিদ্যানন্দ

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

 

রাবি প্রতিনিধি

করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় আট মাস ধরে বন্ধ। দীর্ঘ সময় বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে পড়া ক্যাম্পাসের ২৮০ ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো বিদ্যানন্দ রাজশাহী শাখা।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে ব্যবসায়িদের মাঝে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।

‘দশ কেজি পরিমাণ প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল এবং আটা, যা অনায়াসে দশ দিন খেতে পারবে’ বলে জানান বিদ্যানন্দ রাজশাহী শাখা প্রধান মৌশুমী আক্তার।
তিনি বলেন, আমরা বেশ কিছুৃদিন আগেই ক্যাম্পাসে গিয়ে দেখলাম সেখানকার বেশিরভাগ দোকানই বন্ধ।
আমাদের কাছে মনে হলো দোকান বন্ধ থাকায় তাঁরা হয়তো অর্থনৈতিক সংকটে পড়েছেন। মূলত সেই চিন্তা থেকেই আমাদের উদ্যোগ নেয়া। আমরাদের দেয়া প্রত্যেকটি প্যাকেটে প্রায় দশ দিনের খাবার দেয়া আছে। এতে কিছুটা হলেও তাঁদের উপকার হবে বলে মনে করি।

মৌশুমী আরও বলেন, আমাদের কার্যক্রম মূলত অসহায় ও দুর্যোগপ্রবণদের সহযোগিতা করা। সারাদেশে আমাদের ১১টি শাখা একই ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds