চবি প্রতিনিধি: র্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত দশটা নাগাদ মাস্টারদা সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত হামলায় ছাত্রলীগের পাঁচ এর অধিক সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের বেশ কয়েকটি গ্লাস ভাঙচুর করতে দেখা যায়।
জানা যায়, সংঘর্ষে জড়ানো গ্রুপ দুটি হচ্ছে সিক্সটি নাইন ও এপিটাফ।তারা উভয়েই আ জ ম নাছির উদ্দিন এর অনুসারী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম । তিনি ক্যাম্পাস টুডেকে জানান “শাহজালাল হল থেকে বেশকিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তারা বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগামীকাল এই বিষয়ে খতিয়ে দেখবো এবং অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”