সারাদেশ টুডে
শনিবার ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার স্থানীয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ও ইসলামিক বক্তা মাওলানা যুবায়ের আহমেদ আনসারী শুক্রবার রাতে বার্টালায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে।
স্থানীয়রা বলেছে, সকাল সাড়ে ১০ টার দিকে জনহাজায় প্রায় ৫০,০০০ লোক উপস্থিত হয়ে সরকারের কঠোর সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘন করেছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর (ডিজিএইচএস) পুরো দেশকে ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসনকে পুরো দেশটিকে ভার্চুয়াল লকডাউনের আওতায় আনতে প্ররোচিত করে।ডিজিএইচএস সভা, সমাবেশ এবং বাইরের আন্দোলন সহ কিছু নির্দিষ্ট বিধিনিষেধকে কঠোরভাবে মেনে চলার আহ্বান ও জানিয়েছিলো।
শুক্রবার রাতে বার্টালায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন।