ক্যাম্পাস টুডে ডেস্ক
অ্যাম্বুলেন্স ছুটে চলেছে সড়কপথে। কিন্তু তারমধ্যে রোগী নেই। অ্যাম্বুলেন্স ভর্তি রয়েছে অনেকগুলো প্যাকেট। প্যাকেট ভর্তি মদের বোতল এমনটা নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের মালদা পুলিশ।
লকডাউনের সময় মদের হোম ডেলিভারি দিতেই মূলত ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে।
গত শুক্রবার (১০ এপ্রিল) তেমনই এক অ্যাম্বুলেন্সের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদারে।
অ্যাম্বুলেন্সটি আটক করার সময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটিকে আটকানোর পর পুলিশের চক্ষু চড়কগাছ। ভেতরে থরে থরে কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’- ভারতের তৈরি মদ।
অ্যাম্বুলেন্স ও সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।