রাবি টুডেঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার নিশ্চিত করেছেন।
এদিকে, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অভিযোগ তুলে শিক্ষার্থীরা সদ্য সাবেক প্রক্টর লিয়াকত আলী অব্যাহতির দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রক্টরকে অব্যাহতি দেন।