বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

শরীর থেকে মাথা বিচ্ছিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের: আগুন, প্রক্টরকে ধাওয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০১ পিএম
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের: আগুন, প্রক্টরকে ধাওয়া

রাবি টুডেঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, দুর্ঘটনাস্থলের পাশে আছে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে মারা যান হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের শহীদ হাবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করেন চারুকলা অনুষদের শিক্ষার্থী মনমোহন বাপ্পা বলেন, প্রায় রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি গাড়ির ধাক্কায় আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

জানা যায়, মোটরসাইকেলটি হিমেলসহ তিনজন ছিলেন। ঘটাস্থলে হিমেল মারা গেলেও বাকি দুজনকে আহত অবস্থায় হাসাপালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

ছাত্ররা জানান, হবিবুর রহমান হলের সামনে ২০তলা একাডেমিক ভবনের কাজ চলছে। ভবন নির্মাণের মালামাল আনা-নেয়া করতে প্রচুর ট্রাক ক্যাম্পাসে যাতায়াত করছে। তবে এসব ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তেমনই এক বেপরোয়া ট্রাক হিমেলে প্রাণ কেড়ে নেয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়। তারা পাঁচটি ট্রাকে আগুন দেয়। নির্মাণাধীন ভবনে ভাংচুর চালায়। প্রক্টর লিয়াকত আলীকেও ধাওয়া দেয়।

ঘটনার বিষয়ে জানতে প্রক্টর লিয়াকত আলীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today