শহীদদের প্রতি নোবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগ।

রাত সাড়ে ১২টার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী রাফসির নেতৃত্বে সংগঠনের অন্যন্য নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এর আগে প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বিশবিদ্যালয় উপাচার্য শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

Scroll to Top