বশেমুরবিপ্রবি: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শেখ রাসেল হলে মোমবাতি প্রজ্জ্বলন

বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রভোস্ট-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ‘শেখ রাসেল হল’ কতৃপক্ষ।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের সকল লাইট বন্ধ করে প্রায় সাড়ে তিনশ মোমবাতি প্রজ্জ্বলন করে। এর আগে সকালে হল প্রভোস্ট-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হল কতৃপক্ষ।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও সম্মান জানিয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদেরা আত্নত্যাগের মধ্য দিয়ে যে সোনার বাংলা আমাদের বিনির্মান করে দিয়েছেন। সেই সকল বীরদের চেতনাকে ধারণ-লালন একটি সুন্দর-সমৃদ্ধ সোনার বাংলা গড়বো। শেখ রাসেল হলের সকলে মুক্তিযোদ্ধাদের চেতনাকে ধারণা-লালন করে। তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজকে আমাদের এই কর্মসূচি।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment