বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন করে বুদ্ধিজীবীদের স্মরণ করেছে ‘শেখ রাসেল হল’ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে হল প্রভোস্ট শেখ মোঃ ফায়েকুজ্জামান মিয়া টিটোসহ হলের শতাধিক শিক্ষার্থী মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেন।
শেখ রাসেল হলের প্রভোস্ট মো: ফায়েকুজ্জামান মিয়া বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা যখন বিজয়ের খুব দ্বারপ্রান্তে ছিলাম তখন বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে এদেশের বুদ্ধিজীবীদেরকে বিশেষত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মেধাবীদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করেছি।”
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।