চবি প্রতিনিধিঃ শাটলের সিট নিয়ে দ্বন্দ্বে মাথা ফাটল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। সোমবার (১৩ ডিসেম্বর) নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সুজিত চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
সিটে বসা কে কেন্দ্র করে ফতেয়াবাদ এলাকায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে ট্রেন নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছলে বেশ কয়েকজন শিক্ষার্থী সুজিত চৌধুরীকে মারধর করে। অত্যাধিক মারধরের ফলে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
বিষয়টি বিস্তারিত জানতে প্রক্টর ড. রবিউল হাসান কে ফোন দিলে তিনি বলেন ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি তবে অভিযোগ আসলে আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো।’
ঘটনার জের ধরে ফতেয়াবাদ স্টেশনে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে শাটল ট্রেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।