শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে আবেদন হাইকোর্টে

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ১২.২৫ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আগামী ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন । বুধবার (১৯ জানুয়ারি) এ আবেদন করেন তিনি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নির্দেশনা চান আইজীবী আকন্দ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। গতকাল এ হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ।

করোনা সংক্রমণে বাড়ায় এ আবেদন করেছেন জানিয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। করোনা সংক্রমণ বাড়ায় তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today