শিবির নেতার বাড়িতে পাওয়া গেল ‘পাকিস্তানি’ পতাকা !

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
শিবির নেতার বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধার। ছবি-দ্য ক্যাম্পাস টুডে

সারাদেশ টুডেঃ আইয়ুব আলী নামে এক ছাত্রশিবির নেতার বাড়ি থেকে এক বস্তা ধর্মীয় উগ্রবাদি বই এবং একাধিক কুপনসহ পাকিস্তানী পতাকা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রাম ওই বাড়িতে ছাত্রশিবিরের গোপন বৈঠক চলার খবর পেয়ে সেখানে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক সটকে পরে ছাত্রশিবির নেতারা। পরে আইয়ুবের বাড়ি তল্লাশি করে তার ঘর থেকে এসব জিনিস জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, বাঘায় আগের যে কোন সময়ের চেয়ে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্রশিবির নেতাদের কর্মতৎপরতা বেড়েছে। আইয়ুব আলী উপজেলার আমোদপুর গ্রামের আজগর আলীর ছেলে ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের আরডি এবং বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

দ্য ক্যাম্পাস টুডে ।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet