শিশু দিবসে তিতুমীরে শিশু সেবা কেন্দ্র চালু

আরাফাত হোসেন, জিটিসি


ক্লাস পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীকে যেনো নিজের ছোট বাচ্চা নিয়ে বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৭ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন এবং শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে লাল ফিতা কেটে এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।

কলেজের বরকত মিলনায়তনের সামনের ফাঁকা জায়গায় এই শিশু দিবা যত্ন কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতুমীর কলেজের এই ডে কেয়ার সেন্টার দেশের কলেজগুলোর মধ্যে প্রথম। এদিকে, কলেজটির দিবা যত্ন কেন্দ্রে শিশুরা খেলাধুলার নানা উপকরণ পাবে। পাশাপাশি দেখভাল করার জন্যও লোকবল থাকবে বলে জানা যায়।

উদ্বোধনকালে গণিত বিভাগের প্রভাষক নাজিয়া জাহান বলেন, অনেক সময় দেখা যায় বাচ্চা কোলে করে কলেজে এসে বেশ ভোগান্তির শিকার হয় কলেজ শিক্ষার্থীরা। তাদের কথা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগ। আরও ভালো লাগার বিষয়টি হলো এখানে শিশুরা অবাধে খেলতে পারবে, খেলার জন্য থাকবে নানান উপকরণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment