শেকৃবিতে গাজাঁসহ বহিরাগত যুবক আটক

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

শেকৃবি টুডে: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবাব সিরাজ উদ-দৌলা হলে অভিযান চালিয়ে গাঁজাসহ এক শিক্ষার্থীর আত্মীয় হাবিবুর রহমান নামের এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তোরাণের আত্মীয় বলে নিজেকে পরিচয় দিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে আবাসিক হলে অভিযান চালিয়ে ৭০৩ নম্বর রুমে প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ হাবিব কে আটক করা হয়। এসময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আ

টককৃত বহিরাগতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত দেড় মাস ধরে সে ৭০৩নং রুমে থাকছে এবং তারা দুইজন মিলে মাদক ব্যবসা করে আসছে। তরিকুল ইসলাম তোরাণ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠুর অনুসারী। তোরাণের ছত্রছায়ায় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মাদক বিক্রি করছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা হলে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই বহিরাগতকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। ওই বহিরাগতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তরিকুল ইসলাম তোরাণ নামের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা প্রশাসন আগামীকাল তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।’

এ বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ এসআই নুরুল ইসলাম জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে গাঁজাসহ একজন আসামিকে হস্তান্তর করেছে। গাঁজার পরিমাণ দেখে ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে।’

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

This will close in 5 seconds