বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের নবীন বরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের নবীন বরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। এছাড়াও ইংরেজি, বাংলা, অর্থনীতি ও সিএসই বিভাগের শিক্ষকমণ্ডলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক গোপাশিস বিশ্বাস জিসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকউল্লাহ খান একাডেমিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও মননশীল কাজে অংশগ্রহণ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে তিনি সজ্জিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় প্রদর্শিত চিত্রকর্ম ও বিভিন্ন সৃজনশীল কাজের প্রশংসা করেন।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি, গান ও নাচের পাশাপাশি প্রথম বর্ষে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন গল্প ও কবিতার চরিত্রের আলোকে ‘লুঙ্গিওয়ালার প্রেম’ শিরোনামে একটি হাস্যরসাত্মক নাটক মঞ্চস্থ হয়।
ইংরেজি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাফি উল্লাহ্ নবীন বরণ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।