সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩, ১০.৪০ পিএম
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি : লকডাউনের পরের ১০ দিনও করা যাবে আবেদন

ক্যাম্পাস টুডে ডেস্কঃ  গেল বছরের মতো এবারেও  সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শুক্রবার (৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেন।

ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, এবারের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের এবং প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এদিকে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে তিন লাখ তিন হাজার ২৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞানে। তবে গত বছরের তুলনায় এবার ভর্তিচ্ছু শিক্ষার্থী কমেছে। গতবারের তুলনায় আবেদন কমেছে প্রায় ১৯ শতাংশ।

সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য্য জানান, বিজ্ঞান শাখার বিষয়গুলোর ‘এ’ ইউনিটে সর্বোচ্চ এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন আবেদন করেছেন। এ ছাড়া মানবিক শাখার ইউনিট ‘বি’-তে ৯৬ হাজার ৪৩৫ জন ও বাণিজ্য শাখার ইউনিট ‘সি’-তে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৬৫ জন।

 

উল্লেখ্য, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ এপ্রিল ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে আবেদন শুরু হয়। অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, গুচ্ছ ভর্তি কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। এ বছর যেন সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়, সে জন্য কাজ চলছে।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ পেতে হবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা অনুযায়ী পছন্দ করা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today