সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংক্ষিপ্ত সিলেবাসের কারণে ভর্তি পরীক্ষার রেজাল্টে এই বিপর্যয়: ড. ছিদ্দিকুর রহমান

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০২২, ১১.১৫ এএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, সেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে তারা সংক্ষিপ্ত সিলেবাসে খুবই অল্প পড়াশোনা করে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের কারণেই ভর্তি পরীক্ষার ফলাফলে তাদের এমন বিপর্যয় হয়েছে।

বুধবার (৬ জুলাই) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন আকতারুজ্জামান।

এই শিক্ষাবিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্য বছরগুলোয় পাসের সংখ্যায় ভারসাম্য ছিল। কিন্তু এবার ভর্তি পরীক্ষায় পাসের হার খুব কম লক্ষ্য করা গেছে। কতটি আসন রয়েছে আর কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে, সে হিসাবের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, শিক্ষার্থীরা পাসও করতে পারছে না। আসলে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে তাদের এইচএসসি ও সমমান পাস করার কথা ছিল, তারা সেগুলো অর্জন করতে পারেনি। সংক্ষিপ্ত সিলেবাসে না পড়িয়ে শিক্ষাবর্ষ বৃদ্ধি করে যথাযথভাবে পড়িয়ে যদি শিক্ষার্থীদের এইচএসসিতে পরীক্ষায় বসানো যেত, তবে এ পরিস্থিতি তৈরি হতো না।

তিনি বলেন, ‘শর্ট সিলেবাসে পরীক্ষা হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে তা আমরা আগে ভাবিনি। সে কারণেই আজকের এ পরিস্থিতি। যারা পাস করেছে, যারা ভর্তির সুযোগ পাবে তারাও হয়তো উচ্চশিক্ষায় গিয়ে ধাক্কা খাবে। কারণ তারাও প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেনি। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধা করে দিলাম, নাকি তাদের জীবন দুর্বিষহ করে দিলাম, সে প্রশ্ন এখন ভাবার সময় এসেছে।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today