শামীম, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত সজীব সাগর স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে ।ফাইনাল ম্যাচে এপারেল ইঞ্জিনিয়ারিং ৪১ বনাম ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৩ ব্যাচ মুখোমুখি হয়।
তীব্র প্রতিযোগিতামূলক এই ম্যাচের প্রথমার্ধে দুই দল ই গোলশূন্য থাকে, কিন্তু শেষ পর্যন্ত নাফিস এর গোলে ১-০ তে এগিয়ে যায় এপারেল ইঞ্জিনিয়ারিং(এই) ৪১ ব্যাচ।
ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবুল কাশেম,বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব,আসুকেম লিমিটেডের সিনিয়র ম্যানেজার আল মিরুনী সবুজ সহ অন্যান্যরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সজীব সাগরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এই টুর্ণামেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।টুর্ণামেন্টের ম্যান অফ দা টুর্ণামেন্ট হয়েছে ৪১ তম ব্যাচের নাফিস,সেরা গোলকিপার ৪৩ তম ব্যাচের খালিদ,সর্বোচ্চ গোলদাতা ৪১ ব্যাচের রাসেল।