বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কুবি শিক্ষার্থী নাজমুল সবুজ

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.১৫ পিএম

কুবি প্রতিনিধিঃ জাতীয় দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১১ টায় তিনি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর হার্টের চিকিৎসার জন্য ভারতে নয়া দিল্লিতে যান নাজমুল সবুজ । সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছায় এবং রাত নয়টায় ঢাকায় বোনের বাসায় অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সকাল ১০ টায় নিজ বাসা ময়নামতি রামপালে প্রথম জানাযা ও পরবর্তীতে বারটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিকাল ৩ টায় গ্রামের বাড়ি বরুড়ার ছোটতুলাগাও তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে খোলা কাগজ পরিবার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ এফএম আবদুল মঈন গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বরত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today