সময়কে থামাও

সাহিত্য ডেস্ক Avatar

ক্যাটাগরি :

 

সবকটা ঘড়িই বন্ধ করে দাও,
টেলিফোনের লাইনও কেটে দাও’
রসালো হাড় নিয়ে কুকুরটিকে চিতকার থামাতে বলো,
পিয়ানোর সুর না হয় নাই বাজুক আর
শবসমেত কফিন আসতে দাও,
শোকার্তদের শোকতাপ করতে দাও।

উড়োজাহাজ মধ্য আকাশে ঘুরুক না হয়,
পুরো আকাশে বার্তা ছড়িয়ে দাও
সে এখন মৃত,
ঘুঘুদের সাদা ঘাড়ে তীর ধনুক রাখা হোক,
ট্রাফিক পুলিশদের কালো সুতির গ্লাভস পরতে বলা হোক।

সে আমার পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ সবটা জুড়েই ছিল,
আমার কর্ম সপ্তাহ, আমার রবিবারের বিশ্রাম,
আমার দুপুর, আমার মধ্যরাত,আমার কথা,আমার গান;
ভেবেছিলাম চিরকালই থাকবে আমার ভালোবাসা ;
আমি ভুল ছিলাম।

তারাগুলো আর জ্বলছে না যেন;
বের হতে বলো সবাইকে;
চাঁদ টা থাকুক পাশেই
সূর্যটাকে ভেঙে ফেলো;
সমুদ্রের জল তুলে আনো,
কাঠগুলো সব একত্র করো;
ভালো কিছু হওয়ার ভাবনা নেই আর।

মূল কবিঃ ডব্লিউ এইচ অডেন (W H Auden)
অনুবাদকঃ নাঈমা ফেরদৌসী,
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds