জাকারিয়া আল রাব্বি, প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাকরা হয়েছে। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারি বাঙলা কলেজের বিভাগভিত্তিক অনার্স এবং মাস্টার্স এর অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বাঙলা কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণকে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটময় সময়ে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে বিভাগভিত্তিক পৃথক পৃথক শিক্ষা কার্যক্রম ফেসবুক গ্রুপ লিংক তৈরি করার জন্য অনুরোধ করা হলো।
বিভাগভিত্তিক সৃষ্ট ফেসবুক গ্রুপ লিংকে সংশ্লিষ্ট বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি বাঙলা কলেজের অনার্স এবং মাস্টার্স শ্রেণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ।