সরকারের অটো পাস সিদ্ধান্তে বিপাকে প্রাইভেট টিউটররা

সরকারের অটো পাস সিদ্ধান্তে বিপাকে প্রাইভেট টিউটররা

হৃদয় মিয়া


করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক ধাপে বাড়ানো হয়েছে ছুটি। এদিকে পরিস্থিতি অনুকূলে না আসায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে অটো পাস‌ দেওয়া হতে পারে এমন আলোচনা চলছে, এমতবস্থায় চরম বিপাকে পড়েছে প্রাইভেট টিউটররা। অভিভাবকরাও বাদ দিয়ে দিচ্ছেন প্রাইভেট টিউটর।

অধিকাংশ প্রাইভেট টিউটরই ভার্সিটি পড়ুয়া। যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা তাদের টিউশনের টাকা দিয়ে নিজের খরচ চালায় এবং সংসারের হাল ধরার চেষ্ঠা করে।

এমনই একজন প্রাইভেট টিউটরের সাথে কথা বলে জানা যাই, তার তিনটি টিউশনি ছিল, করোনা ভাইরাস মহামারীর কারনে দুইটি টিউশনি চলে গেছে, এখন তিনি বিপাকে আছেন।

প্রথমত নিজের খরচ অন্যদিকে সংসারে হাল, সবমিলিয়ে তিনি বলেন, খুব ঝামেলায় সময় পার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *