সারাদেশ টুডেঃ সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলায় জ্বর ও শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটার পশ্চিম পাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশ প্রহরী ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তাদের দুই জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এদিকে, জেলায় একদিনে দুই জনের মৃত্যুর ঘটনায় জেলা ব্যাপী করোনা আতংক ছড়িয়ে পড়েছে।
মৃত নৈশ প্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে ও কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বলেন, জ্বর ও শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ নিয়ে জেলার দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের দু জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না।