নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ মনোনয়নের চূড়ান্ত মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তির (টাকা জমা) সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য মঙ্গলবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, সাত কলেজের স্নাতক শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তির সময় শেষ হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর। তবে, গত দুইদিনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আরো দুইদিন সময় বর্ধিত করা হয়েছে।
ভর্তির সময়সীমা বৃদ্ধি করার ফলে শিক্ষার্থীরা মনোনীত স্ব স্ব কলেজে ভর্তি হতে পারবে আগামী ২৬ অক্টোবর (বুধবার) ও ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) এই দুইদিন
এর আগে গত সোমবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে সাত কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ মনোনয়নের তৃতীয় মেধাতালিকা ও মাইগ্রেশনসহ সব শূন্য আসনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মনোনয়ন নিশ্চিত করে সশরীরে ভর্তির তারিখ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতকপূর্ব পাঠক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্ব স্ব কলেজের ভর্তি ও অন্যান্য ফি অনলাইনে পরিশোধ করে টাকা জমার রসিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে সশরীরে ১৭ অক্টোবর (সোমবার) থেকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) মধ্যে সশরীরে হাজির হয়ে ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।