সারাদেশে বজ্রপাতে মৃত্যু ২২

সারাদেশ টুডেঃ  সারা দেশে বজ্রপাতে নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া জঙ্গলবাড়ী এলাকায় মারা যান গরু ব্যবসায়ী মোতালেব। পাটুলী গ্রামে বাড়ির পাশে খেলার সময় মারা যায় কিশোর রবিন।

এছাড়াও গতকাল বিকেলে মাঠে ঘুড়ি উড়ানোর সময় মৃত্যু হয় ইমরান নামের আরও এক কিশোরের।

এদিকে বগুড়া ও পাবনায় পৃথক ঘটনায় চারজন করে, হবিগঞ্জের হাওড়ে মাছ ধরতে গিয়ে আলাদা স্থানে বজ্রপাতে মৃত্যু হয় তিন কিশোরের।এছাড়াও কুষ্টিয়া ও টাঙ্গাইলে ৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সুনামগঞ্জ ও মৌলভীবাজার মারা গেছেন আরও চারজন।

 

Scroll to Top