সিরিজে ফিরতে ভারতীয় দলে দুই পরিবর্তন

খেলাধুলা টুডেঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরেছিল ভারত। তারা আপাতত সিরিজ হারের শঙ্কায় । টিম ইন্ডিয়া তাই দ্বিতীয় ম্যাচে যে কোনো ভাবে হার এড়াতে বদ্ধপরিকর । তাই তারা এ হাইভোল্টেজ এ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে ।রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং সহায়ক। উইকেট ব্যাটিং স্বর্গ হলে বোলিংয়ে রদবদল আনতে পারেন স্বাগতিকরা। বাংলাদেশের কাছে হার এড়াতে এ ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন আনতে পারে ভারত। শিবম দুবের পরিবর্তে খেলতে পারেন সাঞ্জু স্যামসন।

বাঁহাতি পেসার খলিল আহমেদ গেল ম্যাচে দু’হাত খুলে রান দেন ।তাই এ ম্যাচে তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে একাদশে থাকছে।

ভারতের সম্ভাব্য একাদশঃ
রোহিত শর্মা:(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *