রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন

সিলেটে করোনা সন্দেহে এক নারীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০, ১১.০৮ এএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন।

আজ রবিবার ভোর-রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, ‘আজ (রবিবার) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।’

সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ঐ নারী গত ৪ মার্চ লন্ডন থেকে বাংলাদেশে ফেরেন।
এরপর ১০ দিন ধরে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

এমতাবস্থায় গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন বিদেশ ফেরত ঐ নারী। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today