সিকৃবি প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। তিনি সিকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর।
তাকে শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ০২ (দুই) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে ড. মোঃ মনিরুল ইসলাম সদ্য বিদায়ী প্রক্টর ড. তরিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।