শনিবার, ১০ জুন ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০২২, ৭.১৬ পিএম

মোঃ আজিজুল হক, সিকৃবি প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

রবিবার (৫ জুন) সকালে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাসে র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরাফ উদ্দীন, সদস্য সচিব ড. অসীম শিকদার, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে সদস্য সচিব ড. অসীম শিকদারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, অধ্যাপক ড. মো. শরাফ উদ্দীন ও অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার।

উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা জরুরী। আমাদের সকল কাজ এমনভাবে করতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয় ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি।

আলোচনা শেষে সকলকে নিয়ে বৃক্ষরোপন করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today