ক্যাম্পাস টুডে ডেস্কঃ টানা ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে ডুবেছে সুনামগঞ্জ। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ও বজ্রপাতেরও যেন বিরাম নেই। সময়ের সাথে সাথে বন্যা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রতিমুহূর্তে বাড়ছে বানের জলের উচ্চতা। বাসাবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে আগেই।
বন্যার পানিতে নৌকা ডুবিতে এক ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ৯ নং সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে এই ঘটনা ঘটে। নিহত সৌরভ (১০) ও নিখোঁজ তামান্না (১৫) আপন ভাই বোন। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
শাবিপ্রবি: দুই যুগেও এমন বন্যা দেখেনি, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকা করে স্কুলে যাচ্ছিল। সেই সময় হঠাৎ হাওরে থাকা প্রবল বেগের স্রোতে নৌকাটি উল্টে যায়। সেই সময় সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও দোয়ারা বাজার থানা পুলিশ নদী থেকে সৌরভ ও তামান্নার লাশ উদ্ধার করে।
ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।