সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করলেন আহমেদ শফী

ডেস্ক রিপোর্ট  :সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে নিজের মাদ্রাসায় ফিরে গেছেন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী।

সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালথেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আনাস মাদানী।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচযাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তার ছেলে জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থা অনেক ভালো। এ জন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন। বাবার সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আনাস মাদানী।

উল্লেখ্য শাহ আহমদ শফী গত ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে হাসপাতালে ভর্তি হন।

Scroll to Top