খেলাধুলা টুডেঃ সেরা করদাতার খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাশরাফী বিন মুর্ত্তজা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।
এদিন অবশ্য নিজ হাতে পুরস্কার গ্রহণ করেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল এবং মাশরাফী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাদের পক্ষে বিসিবির এক কর্মকর্তা এই পুরস্কার গ্রহণ করেন।
জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সেরা করদাতাদের এ পুরস্কার দিয়ে থাকে। গেলো বছরও এই তিন ক্রিকেটার সেরা করদাতা হয়েছিলেন।
দ্য ক্যাম্পাস টুডে।