স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না আসিফ ও রাব্বির

ক্যাম্পাস টুডে ডেস্ক


ফরিদপুরে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে বনগ্রাম সড়কে সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি মোল্লা (১২) ও ৭ম শ্রেণির ছাত্র আসিফ ব্যাপারীর (১৩) নিহত হয়। এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আগুন লাগিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক খায়রুল বাশার জানান, বিকেল সাড়ে চারটার দিকে রাকিব ও আসিফ নামে ৭ম ও ৬ষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্র স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে একটি ট্রাক তাদের সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সামনের রাস্তায় চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা বন্যা মণ্ডলের ইট ভাটার কাজে চালিত ঘাতক ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top