খেলাধুলা ডেস্কঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশে ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ মার্চ সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল, চলতি বছর জুন মাসের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। প্রথমে তারা একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী, প্রথম টেস্ট ১১ থেকে ১৫ জুন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর ১৯ থেকে ২৩ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুদলের মুখোমুখি হওয়ার কথা ছিলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেসময় মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
সংবাদটি শেয়ার করুন