শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন

স্থানীয় জেলেরা অসহায়: ‘বাংলাদেশ থেকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয়রা’

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ১.২০ পিএম

জাতীয় টুডেঃ বঙ্গোপসাগরে বাংলাদেশ পানিসীমায় ঢুকে অবাধে ইলিশ মাছসহ অন্যান্য মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা হচ্ছে। পাশের দেশের জেলেরা এই ইলিশ ধরছে বলে অভিযোগ উপকূলের জেলেদের।

মৎস্য বিভাগের দাবি, প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে সতর্ক তারা। তবে, সমুদ্রসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রজনন মৌসুমে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা মেনে জাল গুটিয়ে বসে আছেন দেশের জেলেরা। এদিকে নিষেধাজ্ঞা সময়টাতে বসে নেই ভারতীয় জেলেরা।

তাদের অভিযোগ, প্রতিদিনই শত শত ভারতীয় ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে। একই অভিযোগ ট্রলার মালিক সমিতিরও।

ইলিশ শিকার থেকে বিরত বরগুনার ৪৫ হাজার জেলেদের মধ্যে ৩৫ হাজার জেলেকে সহায়তা দেবে মৎস্য বিভাগ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today