সড়ক দুর্ঘটনায় হুইপ স্বপন ‘আহত’

ক্যাম্পাস টুডে ডেস্ক


নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একাদশ জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, হুইপ স্বপনকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Scroll to Top