হলি আর্টিজেনের রায়ে ‘সন্তুষ্ট’ বিএনপি

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডে: হলি আর্টিজেনের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব “হলি আর্টিজেনের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি।’’

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমরা আশা করছি, এই ধরনের ঘটনা বাংলাদেশের ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা সচেতন থাকব।” জঙ্গিবাদের উত্থানের পেছনে ভিন্ন একটি কারণও দেখান বিএনপি মহাসচিব।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আজকে আওয়ামী লীগ সরকার ১০/১২ ধরে এখানে এই অবস্থা তৈরি করেছে। এরা রাষ্ট্রটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, সেটাকে এখন আমরা কোনো মতেই সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি না। এটাকে পুরোপুরিভাবে অগণতান্ত্রিক রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার সকল চক্রান্ত প্রায় সম্পন্ন হয়েছে।”

দ্য ক্যাম্পাস টুডে

 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds