হাইকোর্ট জানতে চেয়েছে ডেঙ্গুতে চলতি বছরের মৃতের সংখ্যা

News Editor Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ হাইকোর্ট জানতে চেয়েছে ডেঙ্গুতে চলতি বছরের মৃতের সংখ্যা।আগামী ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

৬ নভেম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

হাইকোর্ট গত ৪ জুলাই ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করে।২৮ আগস্ট এক আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কাজের অগ্রগতি জানাতে নির্দেশ দেন আদালত। বুধবার আদালত ১১ নভেম্বর দিন নির্ধারণ করেন।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet