হাইকোর্ট: ফেরেশতা না শয়তান, আইএস টুপি দিল কে?

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

জাতীয় টুডেঃ নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার রায়ের দিন আসামিদের মাথায় ইসলামিক স্টেট’র (আইএস) লোগো সংবলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রবিবার আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

আদালত বলেন, ‘আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?’

উল্লেখ্য, দেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলার মামলার ৮ আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি একজন মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পেয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ বলছে, আইএসের টুপি কিভাবে এল তারা এ বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet