বিনোদন ডেস্কঃ ‘তুমি আমার প্রিয়সী’ নামের গানে ঈদ মাতাবেন মাহফুজুর রহমান। গানের দৃশ্যের মাহফুজুর রহমানকে দেখা যাবে হাতে হারিকেন নিয়ে। আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। ঈদে শ্রোতাদের নতুন ১০টি গান শোনাবেন তিনি।
গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।
বরাবরের মতো এবারের পর্বের ভিডিওগুলোতেও থাকবে বৈচিত্র। সবগুলো গানেই দেখা যাবে ড. মাহফুজুর রহমান উপস্থিতি। একটি গানে হাতে হারিকেন নিয়েও অংশ নিতে দেখা যাবে তাকে।
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার করা হবে। সবাইকে গান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ড. মাহফুজুর রহমান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ঈদুল আযহায় গায়ক হিসেবে হাজির হয়ে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকেই প্রতি বছর ঈদে প্রচার হচ্ছে তার একক সংগীতানুষ্ঠান। যা বরাবরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে।