নাজমুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ স্বশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, সকল ক্লাসসমূহ অনলাইনেই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩) ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি প্রশাসন।
উক্ত সভায় বলা হয়েছে সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা(তত্বীয় ও ব্যবহারিক)এবং মিডটার্ম পরীক্ষা স্বশরীরে অনুষ্ঠিত হবে। তবে কুইজ পরীক্ষা অনলাইনে বা অফলাইনে অথবা অ্যাসাইনমেন্ট গ্রহন করে নেওয়া যেতে পারে। মৌখিক পরীক্ষা অনলাইনে বা অফলাইনে নেয়া যাবে।
আগামী ২১ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত হল সমূহ কঠোর স্বাস্থবিধি মেনে চালু থাকবে। তবে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম সীমিত পরিসরে সরকারি বিধি মোতাবেক অর্ধেক সংখ্যক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে চলমান থাকবে।
উল্লেখ্য যে,পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে(পরীক্ষার্থী, শিক্ষক ও সহায়ক কর্মচারী)অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।