নাজমুল হাসান , হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১ সেমিস্টার -i এ শিক্ষার্থী ভর্তির লক্ষে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য হতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তিযোগ্য প্রার্থীর ডিগ্রি ভিত্তিক(Bachelor of Architecture ব্যতিত) মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশিত হয়েছে ২৬ ডিসেম্বর রোজ রবিবার।
আর্কিটেকচারে ভর্তি হতে আবেদনকারী শিক্ষার্থীদের ২রা জানুয়ারি সকাল ১১ টায় ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর্কিটেকচারে ভর্তিযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ৪ঠা জানুয়ারি।
নির্বাচিত শিক্ষার্থীদের জিএসটি গুচ্ছভুক্ত “এ ইউনিট” এর ভর্তি কার্যক্রম ৬ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং জিএসটি গুচ্ছভুক্ত “বি এবং সি ইউনিট” এর ভর্তি কার্যক্রম ৯ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেধাতালিকাভুক্ত কোটায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতকার ৩রা জানুয়ারি সকাল ৯ – বিকাল ৪ টা পর্যন্ত। অপেক্ষমান তালিকাভুক্ত কোটায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতকার ৪ঠা জানুয়ারি সকাল ৯ – বিকাল ৪ টা পর্যন্ত।
পরবর্তীতে আসল ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীরা রিপোর্টিং এবং ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে রিপোর্টিং ব্যতীত অপেক্ষমান তালিকার কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না।জিএসটি গুচ্ছভুক্ত “এ ইউনিট” এর রিপোর্টিং ১৩ জানুয়ারি সকাল ৯.৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং ভর্তি ২.০ থেকে ৫.০ টা পর্যন্ত। জিএসটি গুচ্ছভুক্ত “বি এবং সি ইউনিট” এর রিপোর্টিং ১৬ জানুয়ারি সকাল ৯.৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং ভর্তি ২.০ থেকে ৫.০ টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, মেধাতালিকা হতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী মাইগ্রেশন না করতে চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করার জন্য ভর্তির দিনই নির্দিষ্ট ফরমে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।