শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন

হাবিপ্রবি সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ১৫০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৪.৫৫ পিএম

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধি


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে HEART (HSTUians Effective Aid Responsive Team) এর সার্বিক তত্ত্বাবধানে ১৫০ টি পরিবারের জন্য প্রায় ২.৫ টন উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে ।

আজ শুক্রবার ভোর থেকে ক্যাম্পাসের আসে পাশের কয়েকটি গ্রামসহ দিনাজপুর সদরের বেশ কয়েকটি স্থানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে উদ্যোক্তাদের একজন বলেন, শুরুতে আমরা ভাবিনি এতো সারা পাবো। এই কাজে হাবিপ্রবির সাবেক, বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা সকলেই এগিয়ে এসেছেন, প্রশাসনও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে আমরা এখানেই থেমে যাচ্ছি না।

আস্তে আস্তে সারাদেশে এর পরিধি বৃদ্ধি করা সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট ভাই বোন আছেন যারা অনেকেই বর্তমান অবস্থায় কষ্টে আছেন। আমরা তাদের পাশেও দাঁড়াচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজনের পাশে দাঁড়িয়েছি আমরা। তাই এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা চাই।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today