বশেমুরবিপ্রবি টুডে
করোনা ভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রসান বিভাগের শিক্ষার্থীরা।
রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন।
এ বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, “আমরা ৯৬% ইথানল, ৩℅ হাইড্রোজেন পার অক্সাইড এবং গ্লিসারলের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজারটি তৈরি করেছি। আমাদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটরাইজটিতে ত্বকের জন্য ক্ষতিকারক কোনো উপাদান ব্যবহার করা হয়নি। আমরা যে তিনটি উপাদান ব্যবহার করেছি তার মধ্যে ইথানল একটি উদ্বায়ী পদার্থ, হাইড্রোজেন পার অক্সাইড জীবাণুনাশক এবং গ্লিসারল ত্বকের জন্য উপকারী।”
রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মতিয়ার রহমান জানান, ” আমরা প্রাথমিকভাবে স্বল্প সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। বাজারে প্রাপ্ত হ্যান্ড স্যানিটাইজার গুলোর তুলনায় আমাদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারটি উন্নতমানের এবং দ্রুততম সময়ে জীবানু ধ্বংস করতে সক্ষম।”
এসময় তিনি আরো বলেন, “যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহায়তা করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো অধিক সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবো।”