শামীম, বুটেক্স প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে ১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে তৈরি এ হ্যান্ড স্যানিটাইজারগুলো শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিতরণ করা হয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডাইস ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। এর আগে আরও ৪০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিল শিক্ষার্থীরা।
এদিকে গতকাল মঙ্গলবার ১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিভাগের ১৫ সদস্যের একটি দল। পরে তা আজ বুধবার বুটেক্সের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের এমন উদ্যোগে অভিনন্দন জানিয়েছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম। তিনি জানান, এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার। দেশ ও দশের কল্যাণে তোমাদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য ছিল।