খেলাধুলা টুডে: আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১২ বছর ধরে খেলছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলকে বহু সাফল্য এনে দিলেও, আইপিএল-এ একবারও আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে পারেননি। তিনি ভবিষ্যতেও কি এই দলের হয়েই খেলবেন, না কি অন্য কোনও দলে যোগ দেবেন? এই বহুকাঙ্খিত প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং বিরাট। তিনি জানিয়ে দিয়েছেন, আরসিবি ছাড়ছেন না। এই দলেই থাকছেন।
ইনস্টাগ্রামে আরসিবি-র সতীর্থ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে লাইভ চ্যাটের সময় বিরাট বলেছেন, ‘১২ বছর ধরে আরসিবি-র হয়ে খেলছি। এতদিনের যাত্রা অবিশ্বাস্য মনে হচ্ছে। তুমি (এবি) নিজেই ৯ বছর ধরে খেলছো। আমরা অবশ্যই আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে চাই। আমরা তিনবার খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। দলকে জেতানোই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা দল ছাড়ার কথা ভাবতেই পারিনা। কারণ, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ভালবাসা ও যত্ন পাওয়া যায়।’
তথ্যসূত্র: abp আনন্দ