রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.১৬ পিএম
-শিক্ষক নিবন্ধন পরীক্ষা

বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৩ মাস পর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্টের স্কুল ও স্কুল-২ পর্যায় অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ও কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

 আরও পড়ুনঃ বেরোবিতে টেন্ডার ছাড়াই মূল ফটক নির্মাণের কার্যক্রম উদ্বোধন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্যের বিষয়ে জানার জন্য www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট ক্রুন

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today